ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানবন্ধন সমাবেশ

প্রকাশিত: ২২:৩৪, ২১ মার্চ ২০১৮

ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানবন্ধন সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ আর্ন্তজাতিক বর্ন বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখার আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ভোলা জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডুর সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।
×