ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে কাজ শেষের আগেই নির্মানাধীণ দেয়ালে ত্রুটি

প্রকাশিত: ২৩:০১, ২১ মার্চ ২০১৮

বরিশালে কাজ শেষের আগেই নির্মানাধীণ দেয়ালে ত্রুটি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর আমানতগঞ্জ এলাকার টিবি হাসপাতাল সংলগ্ন পুকুরের পাড় রক্ষায় নির্মানধীন গাইড ওয়াল নির্ধারিত জায়গা থেকে সরে গেছে। ফলে পুকুরের পূর্ব পাশের ৭০ ফুট দৈর্ঘ্যের ওই দেয়ালটি (গাইড ওয়াল) যেকোন মুহুর্তে ধসে পরার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ এ মুহুর্তেই বিষয়টি নিয়ে চূরান্ত কোন সিদ্ধান্ত দিতে রাজি নন। তাদের মতে পর্যাপ্ত যাচাই-বাছাই শেষে দেয়ালটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর আমানতগঞ্জের “টিবি হাসপাতাল পুকুর” খ্যাত বিশাল আকৃতির পুকুরটির চারপাশে ওয়াকওয়ে নির্মাণসহ সৌন্দর্যবর্ধন কাজের জন্য এক কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বর্তমানে সৌন্দর্যবর্ধন কার্যক্রমের মধ্যে পুকুরের চারিপাশে গাইড বা পাড় রক্ষায় দেয়াল নির্মানের কাজ চলমান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের পূর্বপাড়ে সদ্য নির্মানাধীন গাইড দেয়ালের অংশ আঁকা-বাঁকা অবস্থায় দেখতে পান। এরপরই গোটা এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস নুসরাত বিল্ডার্সের হয়ে কাজ পরিচালনার দায়িত্বে থাকা মোঃ নাঈম হোসেন জানান, বিসিসির প্রকৌশলীদের নকসা অনুযায়ী গাইড ওয়াল নির্মান করা হয়েছে। পুকুরের পূর্ব পাশের ৪০ ফুটের একটি দেয়ালের খন্ড কিছুটা সরে গেছে। এটা মাটির কারনে হতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে দেয়ালটি ঝুঁকির মধ্যে পড়ার কোন সম্ভবনা নেই। দেয়ালটি যাতে আর অবস্থান পরিবর্তন করতে না পারে সেজন্য বাহির পাশে কিছু মাটি দেয়া হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান জানান, তারা খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আকস্মিকভাবে ঘটে যাওয়া এ ঘটনায় দেয়ালের ওই অংশটি ডিসপজিশন হয়ে গেছে। এর কারণ হিসেবে পুকুরের পূর্ব পাড়ে মাটির গুনগত মান খারাপ হওয়া এবং নির্ধারিত সময়ের আগে ঠিকাদার কর্তৃক দেয়ালটির পাশে ফিলিং করাকেই মুখ্য হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, যাচাই-বাচাই ছাড়া দেয়ালটির বর্তমান অবস্থা নিয়ে কোন সিদ্ধান্ত দেয়া যাচ্ছেনা। প্রয়োজনে নতুন করে দেয়ালটি আবারও নির্মান করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
×