ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউরোপ আমেরিকা বাণিজ্য যুদ্ধ আসন্ন

প্রকাশিত: ২৩:৪৫, ২১ মার্চ ২০১৮

ইউরোপ আমেরিকা বাণিজ্য যুদ্ধ আসন্ন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধু চীন নয়, ইউরোপ তথা বাকি বিশ্বের সঙ্গেও বাণিজ্য যুদ্ধ শুরু করতে প্রস্তুত অ্যামেরিকা৷ জি-টোয়েন্টি সম্মেলনে সে দেশের বাণিজ্যমন্ত্রী এমন বার্তাই দিলেন৷ পালটা পদক্ষেপ নিতে প্রস্তুত ইইউ৷ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জি-টোয়েন্টি দেশগুলির অর্থমন্ত্রীদের সম্মেলনের শেষে স্টিভেন মেনুশিন বলেছেন, তাঁর দেশ বাণিজ্য যুদ্ধ না চাইলেও তেমন পরিস্থিতি এলে ভয় পাবে না৷ তাঁর মতে, মার্কিন স্বার্থ বজায় রেখেই মুক্ত ও ন্যায্য কাঠামোয় পারস্পরিক বাণিজ্য চায় অ্যামেরিকা৷ তবে তার মধ্যে যথেষ্ট ঝুঁকি রয়েছে৷ ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক চাপাতে বদ্ধপরিকর ট্রাম্প প্রশাসন৷ জি-টোয়েন্টি গোষ্ঠীর বাকি দেশগুলি এমন মনোভাব নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছে৷ অ্যামেরিকার এই নীতির ফলে মুক্ত বাণিজ্যের কাঠামোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে৷ আপাতত এই প্রশ্নে ট্রাম্প প্রশাসনকে কোণঠাসা না করতে সম্মেলনে অ্যামেরিকার বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব আনা হয়নি৷ তবে চূড়ান্ত বিবৃতিতে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বেড়ে চলা উত্তেজনার উল্লেখ করা হয়েছে৷ ফলে মধ্যকালীন ভিত্তিতে সার্বিক প্রবৃদ্ধি ঝুঁকির মধ্যে পড়তে পারে৷ পারস্পরিক সংলাপের ভিত্তিতে ২০২০ সালের মধ্যে সার্বিক সমাধানসূত্রে আসার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে৷
×