ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ০০:৪২, ২১ মার্চ ২০১৮

ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ উদযাপন উপলক্ষে জেলার সীমান্ত্র এলাকায় তিন সহস্রাধিক অসহায় দরিদ্র শিশু, গর্ভবর্তী ও বৃদ্ধ নারী পুরুষকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি। আজ বুধবার সকাল থেকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী আমজানজানখোর গ্রামে দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয়া হয়। আজ ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ হোসেন এই ফ্রি হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫০ বিজিবির সহকারী পরিচালক আবুল হাসেম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু হোসেন প্রমূখ। আজ পরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা প্রদান করেন বিজিবির মেডিক্যাল অফিসার মেজর মোকতার আহমেদ ও মেডিক্যাল অফিসার মেজর উম্মে হানি। এসময় রত্নাই বিওপি সীমান্তের প্রায় দুই হাজার শিশু, গর্ভবর্তী ও বৃদ্ধ নারী পুরুষকে এই সেবা প্রদান এবং তাদের বিনামূল্যে ওষুধ দেয়া হয়।
×