ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ০০:৪৩, ২১ মার্চ ২০১৮

ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় আজ বুধবার সকাল থেকে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। উপজেলার বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজ মাঠে ডা: কেবিএম হাদিউজ্জামান সেলিমের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয়। স্থানীয় আ‘লীগ, অংগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় প্রায় তিন হাজার বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। এ সময় ৬০ জন ডাক্তারের একটি মেডিকেল টিম অংশ নেয়। ৪০ জন বিশেজ্ঞ চিকিৎসক ,১০ জন নার্সসহ আরো দশজন ডাক্তারদের সহকারী হিসেবে এ ক্যাম্পে অংশ নেয়। এ ব্যাপারে ডা: ডা: কেবিএম হাদিউজ্জামান সেলিম বলেন, আমার এ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প ভালুকা বাসীর স্বাস্থ্যসেবার জন্য অব্যাহত থাকবে। ইতিপুর্বেও ভালুকা সদরসহ বিভিন্ন স্থানে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এই মেডিক্যাল ক্যাম্পে অংশ গ্রহনকারী চিকিৎসকদের মধ্যে, কিডনী, গাইনি, নিউরোলজিস্ট, ডেন্টিস্ট, অর্থোপেটিসসহ সকল বিভাগের ডাক্তারগন চিকিৎসা সেবায় অংশ নেন।
×