ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০১:৩৭, ২১ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, উন্নত বিশ্বের অন্যান্য দেশের সাথে মিল রেখে সৃজনশীল শিক্ষার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে। তাই শুধুমাত্র ক্লাশরুমের শিক্ষাই যথেষ্ট নয়। প্রত্যেক শিক্ষার্থীকে জীবনের চারিপাশকে জেনে সেখান থেকে নিজেকে গড়ে তুলতে হবে। বুধবার সকালে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৪৭তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্মদের দিয়ে আধুনিক উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলছি এবং তারা বিশ্বমানের শিক্ষা পাচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শরীরিক ও মানসিক বিকাশে খোলাধুলায় মনোযোগ দেয়ার কথা বলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারণে বাংলাদেশ চরম দারিদ্র দেশ থেকে বের হয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। এ অর্জনকে ধরে রাখার জন্য শিক্ষামন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে পূর্ণরায় বিজয়ী করার আহবান করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বরিশাল সদর আসনের এমপি জেবুন্নেসা আফরোজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিব মোঃ আলমগীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক প্রমুখ। উদ্বোধনী সভার পূর্বে শিক্ষামন্ত্রী বেলুন, ফেস্টুন, পায়রা উড়িয়ে ও ফুলের ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধণ করেন। সূত্রমতে, ২১মার্চ থেকে শুরু হওয়া পাঁচদিনের এই প্রতিযোগীতা চলবে ২৫ মার্চ পর্যন্ত। এবারের প্রতিযোগীতায় বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরসহ চারটি অঞ্চলের ২৭২টি স্কুল, সাতটি মাদ্রাসা ও একটি কারিগরি বিদ্যালয় থেকে ৪৬৪ জন ছাত্র এবং ৩৪৪ জন ছাত্রী অংশগ্রহণ করেছে। প্রতিযোগীতায় ক্রিকেট, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস ও অ্যাথলেটিস্সহ সাতটি বিষয়ের খেলায় ৩৫টি ইভেন্টে প্রতিযোগীতারা অংশগ্রহণ করেছে। চারটি অঞ্চলের মধ্যে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নিয়ে গঠিত ‘বকুল অঞ্চলের’ জার্সি রং সবুজ। খুলনা ও বরিশাল নিয়ে গঠিত ‘গোলাপ অঞ্চলের’ জার্সি রং বেগুনী, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে গঠিত ‘পদ্মা অঞ্চলের’ জার্সি রং নীল এবং রাজশাহী ও রংপুর নিয়ে গঠিত ‘চাঁপা অঞ্চলের’ জার্সি রং লাল। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহান স্বাধীনতা ও গ্রাম-বাংলার চিরচেনা সংগীতের তালে তালে বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন। এরপূর্বে সকাল নয়টায় শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছলে তাকে বিএসিসি ক্যাডেট সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় প্রথমস্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা, দ্বিতীয়স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার এবং তৃতীয়স্থান অধিকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগীতার প্রতিটি ইভেন্টে প্রথমস্থান অধিকারীকে স্বর্ণ, দ্বিতীয়স্থান অধিকারীকে রৌপ্য এবং তৃতীয়স্থান অধিকারীকে তামার মেডেল-ট্রফিসহ বিভিন্ন হারে প্রাইজবন্ড পুরস্কার দেয়া হবে।
×