ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী বাজেটে আমদানিকৃত মৎস্য ও পশু খাদ্যে শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হবে ॥ প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৩, ২১ মার্চ ২০১৮

আগামী বাজেটে আমদানিকৃত মৎস্য ও পশু খাদ্যে শুল্ক প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হবে ॥ প্রাণিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, আগামী বাজেটে আমদানীকৃত পশু, মৎস্য ও পোল্ট্রি খাদ্যে ব্যবহৃত ভুট্টা ও সয়াবিনের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হবে। মন্ত্রী বুধবার গাজীপুরে কাপাসিয়া উপজেলার নারায়ণপুর এলাকাস্থিত ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিঃ এর বার্ষিক পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশে গড়ে উঠা বিকাশমান অসংখ্য ছোট ও মাঝারি আকৃতির পশু, মৎস্য ও পোল্ট্রি খামারীরা দিন দিন লোকসানের সম্মুখীন হচ্ছেন। অনেক সময় বাজারে খাদ্যের মূল্যের চেয়ে খামারে উৎপাদিত মাছ, মাংস ও মুরগীর দাম অনেক কম থাকে। এতে করে অনেক প্রান্তিক খামারীরা এই লোকসানের ফলে খামার বন্ধ করে দিতে বাধ্য হয়। তাই এ খাতে খামারীদের রক্ষার্থে ও বাজারে ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকারী ভাবে মনিটরিং করা হবে। যাতে প্রান্তিক খামারীরারা তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে পারেন। ছোঁয়া এগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃিত বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, ছোঁয়া এগ্রো প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ টিপু সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইকবাল আজম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তা ড. আঃ হালিম, সহকারী পুলিশ সুপার পংকজ দত্ত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লষ্কর মিঠু, ব্যাংক কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহমদ সেলিম এবং সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। সম্মেলন শেষে বিকেলে মন্ত্রী কাপাসিয়ার কেন্দুয়াবো এলাকাস্থিত দেশের বৃহৎ বাণিজ্যিক লেয়ার ফার্ম ডায়মন্ড এগ্ লিমিটেড পরিদর্শন করেন।
×