ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়া উচিত ছিল ॥ বিজেপি বিধায়ক

প্রকাশিত: ০৪:০৪, ২১ মার্চ ২০১৮

বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়া উচিত ছিল ॥ বিজেপি বিধায়ক

অনলাইন ডেস্ক ॥ ভারতের আসাম রাজ্যের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব বলেছেন, বাংলাদেশে সৃষ্টি ছিল 'বড় ভুল'। এই 'বড় ভুলের' কারণে আসামকে দশকের পর দশক ধরে 'মুসলমানদের ঢল' মোকাবেলা করতে হচ্ছে। এ কারণে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে ভারতের অংশ করে নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। গত সোমবার আসামের হোজাই শহরের নাগাঁওয়ে স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি একথা বলেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে। শিলাদিত্য বলেন, 'তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তার কংগ্রেস সরকার ভুল করেছিল। বস্তুত, বাংলাদেশ সৃষ্টিই ছিল একটি বড় ভুল। তবে সেই ভুল শোধরানো যেত, যদি বাংলাদেশকে ভারতের অংশ করা হতো।' এ বক্তব্যের বিষয়ে জানতে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে শিলাদিত্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের বক্তব্যের পক্ষেই অবস্থান নেন। একই সঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশ থেকে মুসলমানদের 'অভিবাসনের' কারণে আসাম রাজ্যের জনসংখ্যাতাত্ত্বিক চিত্র বদলে গেছে, বাংলাদেশ সৃষ্টি না হলে কখনোই এমন পরিস্থিতি তৈরি হতো না।
×