ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শামীম আহসান নাইজিরিয়ায় রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৬:০৪, ২২ মার্চ ২০১৮

শামীম আহসান নাইজিরিয়ায় রাষ্ট্রদূত

কূটনৈতিক রিপোর্টার ॥ নাইজিরিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক শামীম আহসানকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শামীম আহসান বতর্মানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বে রয়েছেন। তাকে নাইজেরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি ১৯৯৩ সালের এপ্রিলে সরকারী চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি ওয়াশিংটন, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতে বাংলাদেশ দূতাবাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সস্মেলনে দেশের প্রতিনিধিত্বও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র শামীম আহসান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশলগত এবং উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবী ভাষার ওপরও কোর্স করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘লিবারেশন ওয়ার: ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর প্রকাশনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তার কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে দুইটি বইও রয়েছে।
×