ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি

প্রকাশিত: ০৬:০৪, ২২ মার্চ ২০১৮

ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদের নতুন কমিটি

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এ্যাসোসিয়েশনের ৩৮তম বার্ষিক সাধারণ সভায় ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান কৃষিবিদ মুজিবুর রহমান নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির মধ্যে এএম ট্রেডার্সের কৃষিবিদ একেএম আজাদ সভাপতি, দি লিমিট এ্যাগ্রোপ্রোডাক্টস লিমিটেডের মিজানুর রহমান খান সহসভাপতি, মিমপেক্স এ্যাগ্রোকেমিক্যালস লিমিটেডের এম সাইদুজ্জামান মহাসচিব, খান এ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের কৃষিবিদ একেএম শাহাদৎ হোসেন যুগ্ম মহাসচিব, ইঞ্জিনিয়ার্স ক্রপ সায়েন্স লিমিটেডের কৃষিবিদ এসএম খালেদ সাংগঠনিক সম্পাদক, ক্লিন এ্যাগ্রোর কৃষিবিদ শামসুল আলম আকন্দ প্রচার সম্পাদক, এ্যাগ্রো লিংক বিডির কৃষিবিদ কবির উদ্দিন ট্রেজারার এবং সেতু কর্পোরেশন লিমিটেডের রুমান হাফিজ, সারা কেমিক্যালস লিমিটেডের সাদিকুল ইসলাম, পারটেক্স এ্যাগ্রো লিমিটেডের আইয়ুব আলী, এ্যাগ্রো উইনার লিমিটেডের আতাউর রহমান খান ও বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের কৃষিবিদ রিয়াজ উদ্দিন আহম্মেদ কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষার্থে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×