ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিআরটিএর আদালত

৭৪ মামলায় তিন লাখ ৮৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০৬:০৬, ২২ মার্চ ২০১৮

৭৪ মামলায় তিন লাখ ৮৪ হাজার টাকা জরিমানা

বুধবার সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএর ৪টি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় এবং কুমিল্লা জেলার কুমিল্লা-দাউদকান্দি মহাসড়কে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর অধীনে সংঘটিত বিভিন্ন অনিয়ম/অপরাধের অভিযোগে ৭৪টি মামলায় ৩ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় এবং ৯টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কলাবাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কুমিল্লা-দাউদকান্দি মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৯টি মামলায় ২ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৮টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি মামলায় ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানী ইকুরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯টি মামলায় ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ১টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়।-বিজ্ঞপ্তি
×