ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’

প্রকাশিত: ০৬:৪৭, ২২ মার্চ ২০১৮

স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’

সংস্কৃতি ডেস্ক ॥ সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৯৫তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উদযাপন। মূকাভিনয় শিল্পের বিকাশে মার্সেল মার্সোর অনন্য সাধারণ নিবেদন ও অবদানের প্রতি সম্মান জানিয়ে মার্সোর প্রয়াণের পর মূকাভিনয়-অনুরাগীরা তার জন্মদিন ২২ মার্চকেই ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাতটায় বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেনÑ জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ, বিপুল, আলী প্রমুখ। আরব্য রজনীর অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ মঞ্চায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। মূকাভিনয় আঙ্গিকে নির্মিত পূর্ণাঙ্গ দৈর্ঘ্যরে নাট্য প্রযোজনাই মাইমোড্রামা বা মূকনাট্য। বাংলাদেশের নাট্যচর্চায় এটি একটি অসীম সম্ভাবনাময় কিন্তু প্রচ-ভাবে অবহেলিত ক্ষেত্র। দেশে এ পর্যন্ত মাত্র কয়েকটি মাইমোড্রামা নির্মিত হয়েছে। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপে’র প্রদীপ-আলাাদিন-জাদুকর-রাজকন্যা-দৈত্যনির্ভর কাহিনীটি সারাবিশ্বে সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্য স্বপ্নদলের ‘জাদুর প্রদীপে’ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। এছাড়া ‘জাদুর প্রদীপ’ প্রযোজনায় ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলার নিজস্ব মূকাভিনয় আঙ্গিক ‘বাংলা মূকাভিনয় রীতি’ নির্মাণের ব্যবহারিক গবেষণাও অন্যতম উদ্দেশ্য ছিল।
×