ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সজল-মৌয়ের ‘জ্যোৎস্নায় জোনাকী’

প্রকাশিত: ০৬:৪৭, ২২ মার্চ ২০১৮

সজল-মৌয়ের ‘জ্যোৎস্নায় জোনাকী’

স্টাফ রিপোর্টার ॥ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তরুণ নাট্য পরিচালক কাজী ছালাম। ভিন্ন মাত্রার নাটক পরিচালনা করে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আগামীকাল শুক্রবার রাত ১০টায় ছুটির দিনের বিশেষ নাটক হিসেবে এশিয়া টেলিভিশনে প্রচার হবে কাজী ছালামের ‘জ্যোৎস্নায় জোনাকী’। নাটকটি রচনা করেছেন স্বাধীন শাহ্। শব্দ মাল্টিমিডিয়া প্রডাকশন প্রযোজিত ‘জ্যোৎস্নায় জোনাকী’ নাটকটিতে অভিনয় করেছেন- সজল, নাজিরা আহমেদ মৌ, শিশির আহমেদ, কবির তিথী, তূর্য নাসির, জামাল রাজা, জয়, রাখি ও মাসুদ মামা। নাটকটি সম্পর্কে পরিচালক কাজী ছালাম বলেন, আমার যা প্রতিনিয়ত দেখি তার সব কি সত্যি? সত্যের পিছনের আরেকটা সত্য থাকে যা অনেকেরই অজানা। আমাদের ‘জ্যোৎস্নায় জোনাকী’ নাটকটির মূল প্রতিবাদ্য বিষয় এটাই। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দাম্ভিকতা আর অহংকার। কিন্তু শেষের দিকে গিয়ে দেখতে পাবো দাম্ভিকতার পিছনের রহস্য। নাটকটির শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত এর রহস্য উন্মোচিত হবে না। আশা করছি নাটকটিতে দর্শকরা ভিন্ন মাত্রা খুঁজে পাবেন। উল্লেখ্য, আগামী ঈদের জন্য নির্মাণ করতে যাচ্ছেন ‘বিয়ের গাড়ি’ শিরোনামে ঈদ স্পেশাল সাত দিনের ধারাবাহিক নাটক। সব কিছু ঠিকঠাক থাকলে এপ্রিলের মাঝামাঝি শূটিং শুরু হবে।
×