ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাকিলুর রহমান

বেঙ্গল বিউটি টয়া

প্রকাশিত: ০৭:১৪, ২২ মার্চ ২০১৮

বেঙ্গল বিউটি টয়া

মুমতাহিনা চৌধুরী টয়া। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম। স্নিগ্ধ রূপের সৌন্দর্য আর অভিনয় গুণে বর্তমান প্রজন্মের কাছে প্রিয় মুখ। একজন মডেল হিসেবে তার প্রথম দুই বিজ্ঞাপনেই আলোচনায় আসেন। বিশেষত মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে তার বলা সংলাপ ছিল খুবই প্রশংসনীয়। এরপর ফ্রুটফিল, প্রাণ বাবলগামসহ বেশকিছু বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। ‘লা লিভ’ পোশাক ব্র্যান্ডের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ব্র্যান্ড এ্যাম্বাসেডরও তিনি। ২০১০ সালের ‘লাক্স চ্যানেল আই প্রতিযোগিতা’র শীর্ষ পাঁচ-এ থাকা টয়া প্রথম অভিনয় করেন অপূর্বর বিপরীতে রুমানা রশীদ ঈশিতার নির্দেশনায় ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্মে। এটি ২০১১ সালে ভালবাসা দিবসে চ্যানেল আইতে প্রচার হয়। এরপর অনেক ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম অভিনয় করছেন টয়া। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক, পরিচালক, সহকর্মী’সহ সবার কাছ থেকে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি মুমতাহিনা চৌধুরী টয়া সঙ্গে কথা আনন্দকণ্ঠের। প্রথমেই টয়ার ব্যস্ততা সম্পর্কে জানতে চাই ? উত্তরে টয়া বলেন, বর্তমানের পহেলা বৈশাখের নাটক নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। পাশাপাশি আরোও কিছু ধারাবাহিক নাটকে কাজ করছি। এগুলোর শূটিং নিয়ে ব্যস্ত আছি। আপনার ক্যারিয়ার শুরু কিভাবে? টয়া, ২০১০ সালের ‘লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করি। এর পর নাটক, মডের্লিং শুরু করি। আপনার জায়গা থেকে আমাদের নাটক সম্পর্কে বলুল? টয়া, এখন অনেক ভাল নাটক হচ্ছে। এখন অনেক গল্পের উপর কাজ করা হচ্ছে। আগে এক ধরনের নাটক হতো। এখন অনেক ধরনের নাটক হচ্ছে। সব দর্শকদের জন্য নাটক আছে। এখন কমেডি নাটক, শহরের নাটক, গ্রামের নাটকসহ সবধরনেরই কাজ হচ্ছে। মূলত দর্শকদের কথা চিন্তা করে নাটক তৈরি করা হচ্ছে। দর্শকদের নিরাশ হওয়ার কিছু নেই। সব মিলে যা হচ্ছে ভাল হচ্ছে। ‘রূপ’ ও ‘বখাটে’ শর্টফিল্ম নিয়ে কিছু বলেন? টয়া, অনেক বেশি সাড়া পেয়েছি। ‘বখাটে’ আমার প্রথম শর্টফিল্ম। এটা অনেকর পছন্দ হয়েছে। এটা আমাদের আশ-পাশের পাড়া-মহল্লার গল্প। সিয়ামের সঙ্গে জুটিটি অনেক ভাল ছিল। আর ‘রূপ’ শর্টফিল্মটি সামাজিক গল্প। এসিডদগ্ধ নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিচারাধীন কেস গুলো বিচার হচ্ছে না, এমন কি ২ ভাম নারীও ঠিকমতো বিচার পাচ্ছে না। এসব নিয়ে তৈরি হয়েছে ‘রূপ’। এখানে আমার চরিত্রটির নাম রাবেয়া। এসিডদগ্ধ হয়েও প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম সে চালিয়ে যায়।’ অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া টিভি নাটকে, বিজ্ঞাপনে ও উপস্থাপনায় নিয়মিত থাকলেও চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। টয়ার অভিনীত ছবির নাম ‘বেঙ্গলি বিউটি’। ছবিটি পরিচালনা করছেন রাহসান নূর। ছবিতে টয়ার বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করেছেন রাফি তামজিদ। সম্প্রতি ছবিটির টিজার প্রকাশ পেয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে এটা প্রকাশ করা হয়। প্রথম চলচ্চিত্র ‘বেঙ্গল বিউটি’ নিয়ে কিছু বলেন, চলচ্চিত্রটি এখন সেন্সরে আছে। সেন্সর বোর্ডে থেকে অনুমতি পাওয়ার পর মুক্তি দেয়া হবে। নিজের অভিনীত প্রথম ছবির গল্প ও চরিত্র প্রসঙ্গে টয়া বলেন, ‘এই ছবিতে আমার চরিত্র ভিন্ন রকম। এই সময়ের টয়াকে দর্শক এখানে দেখতে পাবেন না। সত্তর দশকের এক নারীর চরিত্রে আমাকে দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে আমার লুকেও সত্তর দশকের নারীদের মতোই ছবিতে দেখানো হয়েছে। ছবির গল্পে সামাজিক বার্তা আছে। ছবিটি রোমান্টিক গল্প। ছবি কবে মুক্তি পাবে জানতে চাইলে টয়া বলেন, ‘ছবি এখন সেন্সরে রযেছে। ছবিটি বাংলাদেশে মুক্তির আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পেতে পারে। এর বেশি কিছু শেয়ার করা যাবে না। আপনার দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন? এখন সবাই অনেক ভাল কাজ করছে। আপনাদের জায়গা থেকে আপনারা বিচার করবেন। অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর মডেল হিসেবেও বেশ আলোচিত টয়া। বিশেষ করে মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানের মডেল হয়ে অনেক প্রশংসা কুড়িয়েছেন তিনি। সামনে আরও বেশকিছু গানের মডেল হিসেবে তাঁকে দেখা যাবে।
×