ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিঙ্গেল নাটকের চাহিদা বেশি : তৌসিফ

প্রকাশিত: ০৭:১৫, ২২ মার্চ ২০১৮

সিঙ্গেল নাটকের চাহিদা বেশি : তৌসিফ

বিয়ের পাঠ চুকিয়ে আবারও কাজে মন দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব। নতুন একটি ধারাবাহিকের কাজ করছেন তিনি। পাশাপাশি একক নাটকেও অভিনয় করছেন। এছাড়া সামনে পহেলা বৈশাখের ব্যস্ততা তো রয়েছেই। সমসাময়িক কাজ নিয়ে কথা বলেন আনন্দকণ্ঠের সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন- রুহুল আমিন ভূঁইয়া আনন্দকণ্ঠ : নতুন সংসার জীবন কেমন কাটছে? তৌসিফ : খুবই ভাল। আনন্দকণ্ঠ : অপেক্ষা নাটকটি প্রসঙ্গে বলুন? তৌসিফ : কি করে ক্লাসে ফার্স্ট হওয়া একটি ছেলের পড়ালেখা শেষ হয়ে যায়! ব্যাপারটা আর অন্যকিছু নয়, ভাবছে তন্ময়। ইউনিভার্সিটি ফাইনাল ইয়ারে এসে একটানা দুই সিমেস্টার গ্যাপ দিয়েছে সে। সারাদিন সবকিছু থেকে আলাদা হয়ে রুমে ভেতর একা বসে থাকা। আপন মনে নিজের কিছু কাজ করা। এভাবেই তার সময় কাটে। তার সময় কাটে সুকুমার রায়ের ছড়ার বই পড়তে পড়তে। প্রেম ভালবাসা কেন্দ্রিক গল্পটি এভাবেই এগিয়ে যায়। বাকি গল্পে চমক রয়েছে। আনন্দকণ্ঠ : ব্যস্ততার তালিকায় আর যা কিছু আছে? তৌসিফ : পহেলা বৈশাখের অনেক কাজ করতেছি। রেদোয়ান রনি, ইমরুল রাফাত, আবু হায়াত মাহমুদ, মেহেদী হাসান হৃদয় তাদের কাজ করব সামনে। সাফা, টয়া, মেহজাবিন এদের কে আমার বিপারীতে দেখা যাবে। আনন্দকণ্ঠ : ধারাবাহিক না খ- কোন ধরনের নাটকে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? তৌসিফ : শূটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করি সেটা ধারাবাহিক বা খ- নাটক যেটাই হোক। এখন ধারাবাহিক করছি না। সেটা স্বাচ্ছন্দ্যবোধের জন্য না। অন্য কারণে করছি না। এখন সিঙ্গেল নাটকের চাহিদা বেশি। ধারাবাহিকের চাহিদা একটু কম। আনন্দকণ্ঠ : আপনাকে চলচ্চিত্রে দেখা যাবে কি? তৌসিফ : আল্লাহ জানে। ‘চলচ্চিত্র করা ইচ্ছা তো সব সময় থাকে। তবে শুরু করে দিলেই হয় না। গল্প ও চরিত্র সবকিছু অনেক বড় বিষয়। কারণ ছোটপর্দা আর বড়পর্দার জায়গাটা অনেক ভিন্ন। সেখানে হলো ভর্তি মানুষ আমাকে দেখবেন। তারা টাকা খরচ করে দুই ঘণ্টা যেই ছবিটি দেখবেন সেটি অবশ্যই বেছে তারপর করা উচিত। চলচ্চিত্রের প্রস্তাব পাচ্ছি। কিন্তু গল্প ও চরিত্র মিলছে না। তবে ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই চলচ্চিত্রে অভিনয় করতে চাই।’ আনন্দকণ্ঠ : ভবিষ্যত পরিকল্পনা কী? তৌসিফ : আমার পুরো ভবিষ্যত জুড়েই আমার কাজ। অন্য কিছু নিয়ে চিন্তা করছি না। কারণ শুরু থেকেই আমি জানি এটাই আমার ভবিষ্যত। আমার চিন্তাধারা মিডিয়া নিয়ে। আনন্দকণ্ঠ : নাটকের মান প্রসঙ্গে আপনার অভিমত? তৌসিফ : নাটকের মান প্রসঙ্গে বলব আমাদের নাটকের মান আগের চেয়ে অনেক ভাল হয়েছে। অনেকেই বলে বিজ্ঞাপনের জন্য নাটকের মান ভাল হচ্ছে না। তবে এটা ভুল নাটকের মান ভাল হচ্ছে। বিজ্ঞাপনের জন্য নাটক না দেখলে এটা টেলিভিশনের ব্যর্থতা। নাটকের ব্যর্থতা না। বরং আগের চেয়ে নাটকের মান অনেক ভাল হয়েছে। যার প্রমাণ ইউটিউব। আগে ১ মিলিয়ন হতে সময় লাগত এক বছর এখন ১ মিলিয়ন হতে সময় লাগছে মাত্র সাত দিন। তার মানে প্রচুর নাটক দেখা হচ্ছে। মান ভাল না হলে নাটক দেখত না।
×