ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত প্রস্তুত চীনা যুদ্ধবিমান সামলাতে

প্রকাশিত: ১৭:৫১, ২২ মার্চ ২০১৮

ভারত প্রস্তুত চীনা যুদ্ধবিমান সামলাতে

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে সম্প্রতি নিজেদের বিমানবাহিনীতে জে২০ ফাইটার জেট যুক্ত করেছে চীন। অন্যদিকে, চীনের যুদ্ধবিমানকে আটকাতে প্রস্তুত ভারতও। চীনের সামরিক শক্তি সম্পর্কে ওয়াকিবহাল ভারতীয় এক সেনা অফিসার জানিয়েছেন, ভারতের বিমানবাহিনী খুব সহজেই সামলে নিতে সক্ষম জে২০'র আক্রমণ। এ ব্যাপারে দেশটির অফিসার জানিয়েছেন, রাশিয়া থেকে আনা হচ্ছে এস-৪০০ মিসাইল সিস্টেম। যা দ্বারা চীনের যুদ্ধবিমানকে উড়িয়ে দেওয়া সম্ভব। তিনি আরও জানান, চীনের ওই যুদ্ধবিমান আসলে প্রকৃত অর্থে ফিফথ জেনারেশন ফাইটার জেট নয়। কারণ এতে স্টিলথ ফিচারের অভাব রয়েছে। উল্লেখ্য, গত মাসেই জে-২০ ফাইটার জেটের কথা ঘোষণা করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, রাশিয়ার সঙ্গে এস-৪০০ মিসাইল সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে ভারতের।
×