ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তামিমহীন ম্যাচে পেশোয়ারকে ফাইনালে তুললেন আকমল

প্রকাশিত: ১৮:৩৩, ২২ মার্চ ২০১৮

তামিমহীন ম্যাচে পেশোয়ারকে ফাইনালে তুললেন আকমল

অনলাইন ডেস্ক ॥ হাঁটুর চোটের কারণে পিএসএলের দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির হয়ে খেলতে পারেননি তামিম ইকবাল। বাংলাদেশের ওপেনারের অনুপস্থিতিতে দলের দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছিলেন পাকিস্তানের ওপেনার কামরান আকমল। তার ২৭ বলে ৭৭ রানের টর্নেডো ইনিংস পেশোয়ারকে ফাইনালে তুলেছে। দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে পেশোয়ার উঠেছে ফাইনালে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ইসলামাবাদ ইউনাইটেড। প্রথম ও দ্বিতীয় আসরের চ্যাম্পিয়নরা খেলবে তৃতীয় আসরের ফাইনাল। পেশোয়ারের সামনে শিরোপা ধরে রাখার হাতছানি, ইসলামাবাদের সামনে পুনরুদ্ধারের। রোববার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হবে ফাইনাল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১৬ ওভারে। আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন আকমল। এবার ২৭ বলে ৮ ছক্কা ও ৫ চারে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান। এ ছাড়া দুই ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দে ফ্লেচারের ৩০ বলে ৩৪ ও অধিনায়ক ড্যারেন স্যামির ১২ বলে ২৩ রানের সুবাদে ৭ উইকেটে ১৭০ রানের বড় পুঁজি গড়ে পেশোয়ার। লক্ষ্য তাড়ায় ১৩ রানেই মুক্তার আহমেদের উইকেট হারায় করাচি। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের বড় জুটি গড়েছিলেন জো ডেনলি ও বাবর আজম। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট হয়নি। ১৬ ওভারে ২ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি করাচি। ডেনলি ৪৬ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭৯ রানে অপরাজিত ছিলেন। ৪৫ বলে ৬৩ রান করেন বাবর। ম্যাচসেরা হয়েছেন আকমল।
×