ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় রামদাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ২১:২৪, ২২ মার্চ ২০১৮

কলাপাড়ায় রামদাসহ গ্রেফতার ৩

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ১০টি বগি রামদাসহ ছাত্রলীগ ক্যাডার মাসুম মীরকে (২৪) কলাপাড়া থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকাল ১০ টা ৫০ মিনিটে রজপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। এসময় তার দুই সহযোগী ভাড়াটে হোন্ডাচালক রুবেল মোল্লা ও জলিল তালুকদারকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন, পিপিএম ও কলাপাড়া থানার ওসি মোঃ আলাউদ্দিন জানান, ধানখালী ইউনিয়নের ২৯ মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতির জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই দেশীয় অস্ত্র এ সন্ত্রাসীচক্র জড়ো করছিল। ঢাকার কাওরান বাজার এলাকা থেকে কিনে ঢাকা থেকে আসা সাকুরা পরিবহনের বাসযোগে এই অস্ত্র আনা হয় বলেও পুলিশ জানায়। মাসুম মীরের বাড়ি ধানখালীর চর-নিশানবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মান্নান মীর। মাসুম ঢাকা কলেজের অনার্স (ইতিহাস বিভাগ) শেষ বর্ষের শিক্ষার্থী। তার দাবি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করবেন। রাজনৈতিক গ্রুপ ভারি করতে তার সহযোগীদের জন্য এ অস্ত্র মজুদ করেছেন। তবে ওই ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর দাবি মাসুম মীরের গডফাদারদের শণাক্ত করে আইনের আওতায় আনলে ধানখালীর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অস্ত্রসহ গ্রেফতারে গোটা ধানখালীজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
×