ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুলশানে জোড়া খুনের মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২৩:০৬, ২২ মার্চ ২০১৮

গুলশানে জোড়া খুনের মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড

অনলাইন রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার রাজধানীর গুলশানে আট বছর আগে জোড়া খুনের মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- কাওসার মোল্লা ও ফরহাদ গাজী। অপরদিকে যাবজ্জীবন দুই আসামি হলেন-সুরুজ মিয়া ও সুপর্ণা। মামলার বিবরণে জানা গেছে, রাজধানীর উত্তরখানে আত্মীয় মরিয়ম বেগমের বাসায় ভাড়া থাকতেন জাকিউর রহমান জুয়েল। তিনি হুন্দাই এলইডি কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে চাকরি করতেন। জুয়েলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সবুজ। সবুজের সঙ্গে আসামি সুপর্ণার সম্পর্ক ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরহাদ গাজী সুপর্ণার চাচাতো ভাই। ২০১০ সালের ২০ আগস্ট সুপর্ণার মোবাইল থেকে ফোন করে সবুজ ও জাকিউর রহমান জুয়েলকে ডেকে নেয়া হয়। এরপর থেকে তাদের আর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায় না। পরে সেপ্টেম্বর মাসে গাজীপুরের ভাদুন গ্রাম থেকে তাদের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জুয়েলের চাচা মোতালেব হোসেন ২০১০ সালের ৯ সেপ্টেম্বর চারজনকে আসামি করে উত্তরখান থানায় এই মামলা করেন।
×