ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদকাসক্তের হাতে খুন হলেন প্রতিবেশী নারী

প্রকাশিত: ০০:০৩, ২২ মার্চ ২০১৮

মাদকাসক্তের হাতে খুন হলেন প্রতিবেশী নারী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে মাদকাসক্ত ছেলের হামলা থেকে বাবা-মাকে রক্ষা করতে এসে হাসুয়ার কোপে প্রতিবেশী নারী খুন হয়েছে। এ ঘটনার মাদকাসক্তের বাবা-মাসহ ৫ জন আহত হয়েছে। নিহত প্রতিবেশী নারীর নাম মর্জিনা বেগম লতা (৫৫)। এ ঘটনায় উত্তেজিত জনতা নেশাগ্রস্থ মকছেদ আলীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে। পরে আহত অবস্থায় মকছেদকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোক্তারপুর পাইকানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নিহত মর্জিনা বেগম লতা একই গ্রামের মৃত সাইফুল ইসলাম তারার স্ত্রী। এ ঘটনায় আহতরা হলেন মকছেদ আলীর বাবা জামাল উদ্দিন (৬৫), মা ছফেরা বেগম (৬০), প্রতিবেশী শাপলা বেগম (৩৫) ও মকলেছা বেগম (৩৮)। মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে নেশাগ্রস্থ যুবক মকছেদ আলী তার বাবা-মায়ের কাছে টাকা দাবি করে। তবে বাবা মা দুজনেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের এলোপাতাড়ী মারপিট করতে থাকে। এ ঘটনা দেখে প্রতিবেশী সাইফুল ইসলাম তারার স্ত্রী মর্জিনা বেগম লতা প্রতিবাদ করলে নেশাগ্রস্থ মকছেদ হাসুয়া নিয়ে লতাকে তাড়া করে। পরে লতা রাস্তায় পড়ে গেলে মকছেদ লতাকে উপর্যপুরি হাসুয়া দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই খুন করে। এসময় তাকে বাচাতে গেলে মকলেছা বেগম ও শাপলা বেগম নামের আরো দুই নারী আহত হয়। এ ঘটনায় উত্তেজিত গ্রামবাসী মকছেদকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আহত অবস্থায় মকছেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাছান জানান, আহত মকছেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরের পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। একই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ যুবক মকছেদ দীর্ঘদিন ধরেই হেরোইনসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতো। কোনো কাজ কর্ম না করে বাবা-মাকে টাকার জন্য ভয়ভীতি দেখাতো। বৃহস্পতিবার একই ঘটনায় টাকা দাবি করলে বাবা মা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে বাবা মাকে মারপিট করে মকছেদ। আর এ ঘটনার প্রতিবাদ করায় প্রতিবেশী নারী লতাকে খুন করে মকছেদ। থানার ওসি নজরুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ ছেলেদের প্রশ্রয় না দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া উচিত। এতে করে নেশাগ্রস্থ পরিবারটিও বাঁচবে, এলাকার অন্য পরিবার গুলোর সন্তানরাও বাচঁবে। হামলা ও খুনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় মকছেদকে গ্রেফতার দেখানো হয়েছে।
×