ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে আইএইচটি’র শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০০:১৯, ২২ মার্চ ২০১৮

বরিশালে আইএইচটি’র শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) বরিশালের ল্যবরেটরী অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমনের পদত্যাগের দাবীতে বৃহস্পতিবার দুপুরে একাডেমিক ভবনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধরা জানায়, ল্যবরেটরী অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমন ছাত্রী হোস্টেলের সুপারের দায়িত্ব পালন করার সুবাদে যখন তখন হোষ্টেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করেন। ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করেন। বিভিন্ন সময়ে ছাত্রীদের কু-প্রস্তাবও দিয়ে আসছেন। বিক্ষোভকারীরা আরও জানায়, শিক্ষার্থীদের সাথে সাথে শিক্ষকরাও তার কাছে জিম্মি। তার বিরুদ্ধে কথা বললে শিক্ষকদের বদলীর হুমকি ও শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দিয়ে থাকেন। আইএইচটি’র ফিজিওথেরাপী অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শরীফ জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে কথা বলায় এরইমধ্যে আট শিক্ষার্থীকে ক্ষমতার অপব্যবহার করে ফেল করিয়েছেন। অভিযুক্ত ল্যবরেটরী অনুষদের প্রভাষক তাহেরুল ইসলাম সুমন জানান, ছাত্রলীগের নামধারী শরীফ, তানভির, শুভ, নাসিম ও রকিসহ সাতজন ছাত্র পরীক্ষায় পাস না করায় আমাকে দোষী করছে। তবে মূল বিষয় হচ্ছে ইনস্টিটিউটে পরীক্ষায় নকল বন্ধ ও হলে সিট বাণিজ্য বন্ধ করায় অনেকেই আমার ওপর ক্ষিপ্ত রয়েছে।
×