ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে

প্রকাশিত: ০০:৩০, ২২ মার্চ ২০১৮

পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনের দ্বিতীয় ঘণ্টায় কাঁপন ধরানো পতন থাকলেও শেষ পর্যন্ত পতনের মাত্রা কমতে থাকে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ পয়েন্ট। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৬ কোটি ১৩ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৩৫২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৫৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর কিছুক্ষণ পরেই সূচকের তীর নীচে নামতে থাকে। এরপর দুপুরে বাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেষ বিকেলে অবশ্য সূচক কিছুটা বাড়ে। সারাদিন সূচকের ওঠানামার পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮২ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আল আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, স্কয়ার ফার্মা, ওয়াতা কেমিক্যাল, উত্তরা ফাইনান্স, ইফাদ অটো, আমরা নেটওয়ার্ক, লঙ্কাবাংলা ফাইনান্স ও সালভো কেমিক্যাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আলআরাফাহ ইসলামী ব্যাংক, রংপুর ফাউন্ড্রি, পপুলার লাইফ, স্টাইল ক্রাফট, অগ্রনী ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, ফনিক্স ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক ও সায়হাম টেক্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা পেট, আইসিবিএএমসিএল ২য় এনআরবি, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ৩য় এনআরবি, বে-লিজিং, দুলামিয়া কটন, আইসিবি অগ্রনী মিউচুয়াল ফান্ড, গ্লাক্সোমিথক্লাইন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৪ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আমরা নেটওয়ার্ক, বে´িমকো, লঙ্কাবাংলা ফাইনান্স, সালভো কেমিক্যাল, বিবিএস কেবল, লাফার্জ হোলসিম, বিএসআরএম লিমিটেড, কুইন সাউথ, স্কয়ার ফার্মা ও ন্যাশনাল ব্যাংক।
×