ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভারত যাচ্ছেন বাংলাদেশের ১০০ সদস্যের তরুণ প্রতিনিধি দল

প্রকাশিত: ০২:৩৪, ২২ মার্চ ২০১৮

ভারত যাচ্ছেন বাংলাদেশের ১০০ সদস্যের তরুণ প্রতিনিধি দল

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ থেকে ১০০ সদস্যের একটি যুব প্রতিনিধি দল আগামী কাল শনিবার সেদেশে সফরে যাচ্ছে। প্রতিনিধি দলের এই সফর উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, ১০০ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ভারত সফর যাত্রা উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি দলটি আগামী ২৪ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত এই সফরে ভারতের বিভিন্ন শহর যেমন নয়া দিল্লী, আগ্রা ও মুম্বাই সফর করবে। সফরকালে দলটি ভারতের শিক্ষা, ব্যবসায়, তথ্য প্রযুক্তি ও কারিগরি প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রসমূহ পরিদর্শন করবে। ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা প্রতিনিধিদলের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সাংবাদিক নঈম নিজাম, পীর হাবিবুর রহমান, অভিনেতা আরেফিন শুভ, ইশরাত পায়েল প্রমুখ ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সৌজণ্য বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ যুব প্রতিনিধি দলের এবারের সফরটি সপ্তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এইরকম একটি বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১২ সালে প্রথমবারের মতো ভারত সফর করে। সেই থেকে প্রতি বছর এই সফর আয়োজিত হয়ে আসছে। এবারের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশের ৪৮ তরুণ ও ৫২ তরুণী। যাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও সমাজকর্মী।
×