ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে উন্নয়নশীল হিসেবে স্বীকৃতি দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য উৎসব

প্রকাশিত: ০২:৪৮, ২২ মার্চ ২০১৮

বাংলাদেশকে উন্নয়নশীল হিসেবে স্বীকৃতি দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য উৎসব

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বর্ণাঢ্য উৎসব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্তকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন- এই তিনটি সূচকে জাতিসংঘ বাংলাদেশকে সম্প্রতি স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য শেখ হাসিনা ও তাঁর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানবসম্পদ উন্নয়নের ফলে। আর মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতেও বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকা-ে ঢাকা বিশ্ববিদ্যালয় সক্রিয় ভূমিকা রাখবে। এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অন্যদের জন্য অণুপ্রেরণা হিসেবেও কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আনন্দ সমাবেশে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ হতে চারুকলা পর্যন্ত রাস্তার দু’পাশে ফুটপাতে বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলের ডালা এবং “উন্নয়নশীল দেশে উত্তরণ, শেখ হাসিনা সরকারের অর্জন” শ্লোগান সম্বলিত ব্যানারসহ সারিবদ্ধভাবে উৎসবমুখর পরিবেশে অবস্থান করে পরস্পর পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় ছিল বাংলাদেশ। গত শনিবার জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদশের প্রোফাইলে বলা হয়, উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা এই মার্চেই অর্জন করেছে বাংলাদেশ। এলডিসি থেকে উত্তরণের জন্য আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকিসূচক (ইভিআই) এই তিন শর্ত পূরণ করতে হয়, যা বাংলাদেশের ক্ষেত্রে পূরণ হয়েছে।
×