ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরে দেখা

প্রকাশিত: ০৫:২১, ২৩ মার্চ ২০১৮

ফিরে দেখা

পুলিশের লিফলেট বিতরণ শাহীন রহমান ॥ তখন বেলা সাড়ে তিনটার মতো বাজে। ঢাকা রিপোর্টার্স ইউনিটে থেকে হেঁটে অফিসে ফিরছি। কাকরাইল মোড় পার হয়ে জাজেস কোয়ার্টার্সের ফুটপাথ ধরে হাঁটছি। হঠাৎ লক্ষ্য করলাম কিছু লোকের হাতে লিফলেট। তারা হাঁটছে আর লিফলেট পড়ছে। আমি আঁড় চোখে লিফলেটের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কিসের লিফলেট এটা। যা দেখলাম তা হলো লিফলেটের ওপর এরশাদ ও তার স্ত্রীর ছবি। এর বেশি দেখা বা বোঝা সম্ভব হলো না। সামনে তাকিয়ে দেখি আরও কিছু লোক লিফলেট সংগ্রহ করছে। আর বিতরণ করছে জাজেস কোয়ার্টারের গলির সম্মুখে বসে থাকা ক’জন পুলিশ। তাদের কাছে পৌঁছাতে আমার হাতেও একটা ধরিয়ে দিল। এবার ভাল করে পড়ে দেখলাম, আগামী ২৪ মার্চ সোহ্রাওয়ার্দী উদ্যানে এরশাদের জনসভার লিফলেট এটা। নিচে লেখা আছে এরশাদ সাহেব জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দলে দলে যোগ দিন। রাজনৈতিক দলের জনসভার এই লিফলেট বিতরণ করছে প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত পুলিশের কিছু লোক। কিছুটা অবাকই হলাম। পুলিশের দায়িত্ব কি রাজনৈতিক দলের লিফলেট বিতরণ করা? ট্রাফিকই জ্যামের কারণ! শরীফুল ইসলাম ॥ ১৮ মার্চ, রাত সাড়ে ৯টা। রাজধানীর বারিধারা সংলগ্ন নতুন বাজার ওভার পাসের উত্তর পাশে জ্যামের কারণে আটকে পড়ে অনেক যানবাহন। এত চওড়া রাস্তা হওয়ার পরও সেখানে কেন যানজট তা নিয়ে সেখানে আটকে পড়া একটি বাসের যাত্রীদের মধ্যে শুরু হয় কথাবার্তা। এ সময় গাড়ির চালক বাসযাত্রীদের উদ্দেশে বলেন, চেয়ে দেখেন রাস্তা বন্ধ করে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার নাম করে কিভাবে টাকা নিচ্ছে ট্রাফিক পুলিশ। এ কারণে এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত জ্যাম লেগে থাকে। ট্রাফিক না থাকলে এখানে কখনই যানজট হবে না। ওই চালকের দেয়া তথ্য মতে রাজধানীতে যেসব জায়গায় যানজট হয় তার অধিকাংশই ট্রাফিক পুলিশের কারণে।
×