ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেধাস্বত্ব হস্তান্তর ও চুরির অভিযোগ

চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পথে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:২৭, ২৩ মার্চ ২০১৮

চীনের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পথে যুক্তরাষ্ট্র

মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকে মেধাস্বত্ব হস্তান্তর ও চুরিতে চীন উৎসাহিত করছে, এমনটা নিশ্চিত হওয়ার পর দেশটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বছরের পর বছর আলোচনার পরও বেজিং অবস্থান না বদলানোয় এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এতে চীনের বিভিন্ন পণ্যের ওপর বেশি হারে শুল্ক আরোপের পাশাপাশি বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ বিশ্বজুড়ে বিস্তৃত বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। হোয়াইট হাউস চীনা পণ্যের ওপর তিন হাজার থেকে ছয় হাজার কোটি ডলার শুল্ক আরোপের চিন্তা করছে বলে মার্কিন গণমাধ্যমগুলোর ভাষ্য; পাশাপাশি চীনা বিনিয়োগে লাগাম টানার বিষয়েও ভাবা হচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থায় বেজিংয়ের বিরুদ্ধে অভিযোগ দেয়ার কথাও বিবেচনা করা হচ্ছে বলে মার্কিন বাণিজ্য বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার বুধবার কংগ্রেস সদস্যদের বলেন, এমন উপায় খোঁজা হচ্ছে যেন ‘চীনের ওপর সর্বোচ্চ চাপ আর মার্কিন ভোক্তাদের ওপর সর্বনিম্ন চাপ পড়ে’। যদিও মেধাস্বত্ব সংরক্ষণকে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়’। বাণিজ্যে পুনঃভারসাম্যের ক্ষেত্রে এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চীনের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিদেশী প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় কোন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব চুক্তিতে আসতে হয়; এর মাধ্যমে বেজিং প্রযুক্তি হস্তান্তরে বিদেশী প্রতিষ্ঠানগুলোকে চাপ দেয় বলে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে, সাংবাদিকদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে এমনটাই বলেন মার্কিন এক বাণিজ্য কর্মকর্তা। চীন যুক্তরাষ্ট্রের কৌশলগত শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের ক্ষেত্রে বেশ আগ্রহী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা পরিচালনা করছে ও এতে সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের অনেক রাজনীতিবিদ এবং শিল্প প্রতিষ্ঠানগুলোও মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার পাল্টা চীনের পদক্ষেপ নিয়ে বেশ উদ্বিগ্ন। বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কোন পক্ষই বিজয়ী হবে না বলে সতর্ক করেছে চীন।
×