ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওমরাহ পালনে সপরিবারে সৌদি গেলেন স্পীকার

প্রকাশিত: ০৫:৩০, ২৩ মার্চ ২০১৮

ওমরাহ পালনে সপরিবারে সৌদি গেলেন স্পীকার

জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে বৃহস্পতিবার সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ই কে-৫৮৩ ফ্লাইটে ঢাকা ত্যাগের প্রাক্কালে তিনি সংসদ সদস্যগণ ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। খবর বাসসর। পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত শেষে ২৬ মার্চ তার ঢাকায় ফেরার কথা রয়েছে। স্পীকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। স্বাধীনতা দিবসে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ ঢাকার আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, এডুকেশন ইউএসএ, স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্বাধীনতা দিবস বাংলাদেশের একটি জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সেবা প্রদান করা হবে।
×