ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুলিস্তানে দোকান উচ্ছেদ

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩ এপ্রিল

প্রকাশিত: ০৫:৩০, ২৩ মার্চ ২০১৮

তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলিস্তানে ফুটপাথের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়া ছাত্রলীগের দুই নেতাসহ অপর আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই ইমরানুল প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এই তারিখ ধার্য করেন। বেনারসি পল্লীর শাড়ি তৈরির কারখানায় আগুন স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে বেনারসি পল্লীর একটি শাড়ি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মিরপুর বেনারসি পল্লীর এ-ব্লকের ৭ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির ২য় তলার ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, সিগারেটের প্রজ্বলিত আগুন থেকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
×