ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্যাঙ্গোলিনের চিকিৎসা

প্রকাশিত: ০৫:৩০, ২৩ মার্চ ২০১৮

প্যাঙ্গোলিনের চিকিৎসা

হংকংয়ের কাদোরি ফার্ম এ্যান্ড বোটানিক গার্ডেন বুধবার এই চাইনিজ প্যাঙ্গোলিনের ছবিটি প্রকাশ করেছে। প্যাঙ্গোলিনটির স্বাস্থ্য পরীক্ষার সময় ছবিটি তোলা হয়। একাকী থাকতে পছন্দ করা প্যাঙ্গোলিনের ভিয়েতনাম ও চীনে প্রচুর চাহিদা থাকায় তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাচারের শিকার স্তন্যপায়ী প্রাণীতে পরিণত হয়েছে। তারা আঁশযুক্ত পিপীলিকাভোজী প্রাণী হিসেবেও পরিচিত।-এএফপি শারীরিক কসরত ইতালির মিলানে চলছে ‘মিলান ২০১৮ লীগ ফিগার চ্যাম্পিয়নশিপ’। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেখানে জড়ো হয়েছে অনেক প্রতিযোগী। তাদের শারীরিক কসরত উপভোগ করতে হাজির হচ্ছে প্রচুর দর্শক। কারও কারও কসরত দর্শকদের রীতিমত তাক লাগিয়ে দিয়েছে। বৃহস্পতিবার কানাডার কেগান মেসিংকে ‘মেনস ফিগার স্কেটিং শর্ট প্রগ্রামে’ কসরত প্রদর্শন করতে দেখা যায়।-এএফপি
×