ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৪, ২৩ মার্চ ২০১৮

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার বাইশ বছর পূর্ণ করেছে বৃহস্পতিবার। দ্বাবিংশতিতম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন হয় এদিন বিকেলে। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ‘১৯৭১ সালে পাকিস্তানী বাহিনী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক বক্তৃতা করেন অধ্যাপক অজয় রায়। স্বাগত বক্তব্যের পর জাদুঘরের বার্ষিক প্রতিবেদন পেশ করেন জাদুঘরের ট্রাস্টি ও সদস্য-সচিব জিয়াউদ্দিন তারিক আলী। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে ধ্রুপদ কলাকেন্দ্র। দলীয় আবৃত্তিতে অংশ নেয় কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন আনন্দন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় স্যার জন উইলসন স্কুল। এর আগে বিকেলে উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে খেয়ালী নাট্যগোষ্ঠী। ‘বটতলার পাগলা’ নামের এ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন এ কে এ কবির। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার বিকেল ৫টায় উন্মুক্ত মঞ্চে ‘গুলমত এ্যান্ড গং’ পথনাটক পরিবেশন করবে স্বাত্বিক নাট্যসম্প্রদায়। সগির মোস্তফার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন আনিসুর রহমান সেলিম। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে শুভাঢ্য উচ্চ বিদ্যালয়, ঢাকা উদ্যান সরকারী মহাবিদ্যালয় ও তেজগাঁও কলেজ। দলীয় আবৃত্তি পরিবেশন করবে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র। বিশ্ব মূকাভিনয় দিবসে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মঞ্চস্থ ॥ বিশ্বখ্যাত মূকাভিনেতা মার্সেল মার্সোর ৯৫তম জন্মবার্ষিকী ছিল বৃহস্পতিবার। মূকাভিনয় শিল্পের বিকাশে তার অবদান অনন্য। মাস্টার অব মাইমখ্যাত প্রয়াত এই অভিনেতার প্রতি সম্মান জানিয়ে তার জন্মদিনকে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’ মূকনাট্য মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এদিন সন্ধ্যায়। আরব্য রজনীর অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকটি মঞ্চায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। মাইমোড্রামা হিসেবে এ কাহিনীটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এ নাটকে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। এতে অভিনয় করেছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ, বিপুল, আলী প্রমুখ। সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান ॥ আনুষ্ঠানিকভাবে সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৮ প্রদান করা হয় বৃহস্পতিবার বিকেলে। তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলোর সম্পাদকম-লীর সভাপতি ফরিদুর রেজা সাগর, সিটি ব্যাংক এনএ’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সিটি কান্ট্রি অফিসার এন রাজাশেকারান এবং কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বাংলাদেশ নারী প্রকাশক সমিতির আত্মপ্রকাশ ॥ প্রকাশকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বাংলাদেশ নারী প্রকাশক সমিতি (বানাপ্রস) গঠিত হয় বৃহস্পতিবার সকালে। রাজধানীর ধানম-িস্থ য়ারোয়া বুক কর্নার কার্যালয়ে বাংলাদেশের নারী প্রকাশকদের উপস্থিতিতে এক সভায় সর্বসম্মতিক্রমে এ সমিতি গঠন হয়। উক্ত সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক পর্যায়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। য়ারোয়া বুক কর্নার-এর প্রকাশক জান্নাতুন নিসাকে আহ্বায়ক এবং বর্ণবই-এর প্রকাশক শাহীনা আক্তারকে সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- লিলি হক (চয়ন প্রকাশনী), জোবায়দা গুলশান আরা হেনা (পিপিএমসি), গুলশান আরা বাবলী (অন্বয় প্রকাশ), শামীমা শাহীন (চন্দ্রদীপ), রুমানা শারমীন (দ্য পপ আপ), নাহরীন জান্নাত (চন্দ্রবিন্দু প্রকাশনী), শাহনাজ পারভীন (বইবাংলা), নিলুফা ইয়াসমীন (সাত ভাই চম্পা), রীনা রানী রায় (মা প্রকাশনী), শিখা সরকার (সপ্তবর্ণ), রেইনি দিল আফরোজ নাসরীন (মা ও শিশু), কাব্য সুলতানা (ঊষার দুয়ার) এবং সালমা রেহানা (শিশু গ্রন্থকুটির)। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কবি আসলাম সানী, শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ, সাংবাদিক ও কবি হালিম আজাদ, শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি ও সাংবাদিক বাদল চৌধুরী, নারী নেত্রী শ্যামলী খান, নাসরিন আক্তার প্রমুখ।
×