ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে রুমা হত্যা মামলায় চাচিসহ দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:০২, ২৩ মার্চ ২০১৮

চাঁদপুরে রুমা হত্যা মামলায় চাচিসহ দুইজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২২ মার্চ ॥ শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তারকে (২২) শ^াসরোধ করে হত্যা করার অপরাধে চাচী জান্নাতুল ফেরদৌস মায়া (৪০) ও জহিরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত মায়া উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী এবং জহিরুল ইসলাম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় ইলেক্ট্র্রিশিয়ান। আর হত্যার শিকার রুমা আক্তার ওই বাড়ি আনা মিয়ার কন্যা। মামলার বিবরণে জানা যায়, রুমা আক্তার ঘটনার প্রায় দশ বছর পূর্বে চাচি মায়ার সঙ্গে চাচার চাকরিস্থল সিলেটে একত্রে থাকতেন। রুমাকে তারাই লালন পালন করতেন। ২০১৫ সালে চাচা হুমায়ুন কবির মারা যান। এরপর মায়া বাড়িতে এসে ঘর তৈরি করে বসবাস করেন। এখানেও রুমা তার চাচির সঙ্গেই থাকতেন। এরই মধ্যে বাড়ি নির্মাণ করতে গিয়ে আসামি জাহিরুল ইসলামের সঙ্গে মায়ার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। যা পরিবার ও বাড়ির লোকজন খারাপ চোখে দেখতেন। ঘটনার রাত ২০১৬ সালের ২৪ মার্চ রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে চাচীকে জহিরুল ইসলামের সঙ্গেই আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণে শ্বাসরোধ করে হত্যা করে।
×