ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নববধূকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৩, ২৩ মার্চ ২০১৮

নববধূকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ মার্চ ॥ পলাশবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে নববধূকে ছুরিকাঘাত করে স্বামী আত্মহত্যা করেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের আটঘড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুলাল হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। গুরুতর আহত স্ত্রী শিথিলা বেগম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন মাস আগে একই উপজেলার হোসেনপুর ইউপির আটঘড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের সাজা মিয়ার স্কুলপড়ুয়া কন্যা শিথিলা বেগমের ( ১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় শিথিলার সঙ্গে স্বামী দুলাল মিয়ার কলহের সৃষ্টি হয়। এসময় দুলালের হাতে থাকা একটি ছুরি স্ত্রী শিথিলার বুকে আঘাত করে। নর্দান ভার্সিটির গ্র্যাজুয়েশন ডিনার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগ এক গ্র্যাজুয়েশন ডিনারের আয়োজন করে গত ১৫ মার্চ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের এপেলেট ডিভিশনের জাস্টিস মির্জা হোসাইন হায়দার। এতে গেস্ট অব অনার ছিলেন নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসাইন। সামার ও ফল ২০১৭ ব্যাচের গ্র্যাজুয়েটদের বিদায় উপলক্ষে বিশ^বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় প্রধান আফরোজা বিলকিসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করিম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, শিক্ষকম-লী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×