ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঋণের প্রলোভনে ১৪ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

প্রকাশিত: ০৬:০৪, ২৩ মার্চ ২০১৮

ঋণের প্রলোভনে ১৪ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ মার্চ ॥ সহজ কিস্তিতে ঋণের প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে বেসরকারী এক এনজিও। ওই এনজিওর নাম জনকল্যাণ সংস্থা। ভাঙ্গুড়া উপজেলায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, ভাঙ্গুড়া উপজেলার ভেড়ামারা গ্রামের আফজাল হোসেনের বাড়িতে ১৬ মার্চ জনকল্যাণ সংস্থার শাখা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ঘর ভাড়া নেয়। এরপর তিনদিন ধরে তারা সহজ কিস্তিতে লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে শতাধিক নারী-পুরুষের কাছ থেকে ১০ হাজার ও ২০ হাজার করে প্রায় ১৪ লাখ টাকা আমানত সংগ্রহ করে। সোমবার জামানতকারীদের মধ্যে ঋণ বিতরণের কথা ছিল। কিন্তু লোকজন ওই দিন সকালে এসে দেখতে পান ওই এনজিওর কর্মকর্তা লাপাত্তা। ভেড়ামারা ও পাথরঘাটা গ্রামের হাবিবুর, বাকি, আইয়ুব, রেজাউল, মোজাম্মেল হকসহ অনেক ভুক্তভোগী জানান, এনজিও’র কর্মকর্তারা তাদের মাত্র তিনদিন আগে আমানত হিসেবে ১০ হাজার জমা করলে ১ লাখ এবং ২০ হাজার জমা করলে দুই লাখ টাকা ঋণ দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়। তারা সরল বিশ্বাসে টাকা জমা দেন। কিন্তু সোমবার ঋণ নিতে এসে দেখতে পান এনজিওর কর্মকর্তারা সবাই পালিয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুরুল খাঁ জানান, সোমবার সকালে ৫০-৬০ জন দরিদ্র নারী-পুরুষ ঋণ নিতে এসে এনজিও কর্মীদের উধাও হওয়ার কথা জানতে পেরে অনেকেই ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি পরিস্থিতি শান্ত করেন। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত দুই স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বেড়াতে এসে বৃহস্পতিবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের নাম নবী হোসেন (৬৫)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকোরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। এছাড়াও অপর এক দুর্ঘটনায় এক তরমুজ ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানান, গত তিনদিন আগে নবী হোসেন গ্রামের বাড়ি থেকে শ্রীপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। তিনি বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার (মুলাইদ) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
×