ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংবাদিক

প্রকাশিত: ০৬:০৪, ২৩ মার্চ ২০১৮

বরিশালে সাংবাদিক

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (২৪) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। মৃত ইমরান হোসেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তার উপজেলা প্রতিনিধি ও বাকেরগঞ্জ সরকারী কলেজের ডিগ্রীর ছাত্র ছিলেন। জানা যায়, সাংবাদিক নির্যাতনের ঘটনায় বুধবার বিকেলে বাকেরগঞ্জ সদরে মানববন্ধনের আয়োজন করা হয়। ওই মানববন্ধনে অংশগ্রহণের জন্য লক্ষ্মীপাশা গ্রামের বাড়ি থেকে বাসস্ট্যান্ডের উদ্দেশে আসছিলেন সাংবাদিক ইমরান হোসেন। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রুহিতারপাড় নামকস্থানে পৌঁছলে হঠাৎ করে একটি মোটরসাইকেল রাস্তার পাশ থেকে মহাসড়কে উঠে গেলে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ইমরান হোসেন সিটকে মহাসড়কের ওপর পরে গেলে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমরান নিহত হন। মাধবপুরে কাভার্ডভ্যান চালক সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুরে সড়ক দুর্ঘটনায় রনি হোসেন (৩০) নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। নিহত রনি হোসেন যশোর সদর উপজেলার অলিউর রহমানের ছেলে। পুলিশ জানান, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যান চালিয়ে হবিগঞ্জের উদ্দেশে আসছিলেন রনি। শাহজিবাজার এলাকায় এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনে ধাক্কা দেয় তাতে গুরুতর আহত হন তিনি। মাদারীপুরে শিশু নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, নানা বাড়ি বেড়াতে এসে ট্রাকের নিচে চাপা পড়ে পাঁচ বছরের শিশু আয়শা মনি নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাদারীপুরের চরমুগরিয়া-শ্রীনদী আঞ্চলিক সড়কের দক্ষিণ দুধখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামের জাকির হাওলাদারের পাঁচ বছর বয়সী মেয়ে আয়শা মনি মায়ের সঙ্গে দক্ষিণ দুধখালি গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে এলাকার রাস্তা দিয়ে হাঁটতে থাকলে মাদারীপুরগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে ট্রাকটি চলে যায়।
×