ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তবুও কাটে না আঁধার

প্রকাশিত: ০৭:৪০, ২৩ মার্চ ২০১৮

তবুও কাটে না আঁধার

শামীম ফেরদৌসের ‘তবুও কাটে না আঁধার’ প্রকাশ করেছে কারুবাক। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও নারীনির্যাতনের ঘটনা ঘটছেই। সংবাদপত্রে প্রকাশিত খবরে নারীর প্রতি বৈষম্য, উৎপীড়ন, নিপীড়ন, শারীরিক নির্যাতন, হত্যা, ধর্ষণ, যৌননির্যাতন, সামান্য যৌতুকের জন্য স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা আমাদের মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দেয়। কখনও কখনও এই নির্যাতন এতটাই নির্মম যে, এর মধ্য দিয়ে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ভয়াবহ চিত্র ফুটে ওঠে। বইটিতে নির্মম নারীনির্যাতনের কিছু ঘটনা তুলে ধরেছেন। লেখাগুলো নিঃসন্দেহে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া আলোচিত নারীনির্যাতনের ঘটনাগুলো আমাদেরকে নতুন করে স্মরণ করিয়ে দেবে। ২০১০ সালে ফারজানা কবীর রীতা, বিলাসী ও রজনীর সন্তানসহ আত্মহত্যার ঘটনা, ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরের দুচোখ অন্ধ করে দেয়া, ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখায় ছাত্রীকে যৌননিপীড়ন, সালিশের কালো থাবায় হবিগঞ্জের ফেরদৌসীর আত্মহত্যা, ২০১৩ সালে রাজধানীর তোপখানা রোডে রীতু নামে এক শিশুর লাশ উদ্ধার, অভিনেত্রী মিতা নূরের আত্মহত্যা ইত্যাদি ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এই লেখাগুলোতে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে বিভিন্ন পেশার বিশিষ্ট নারীরা যেমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তেমনি নির্যাতন থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন। গোলাম কিবরিয়ার করা নান্দনিক প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ২২০ টাকা। মোহাম্মদ কুদ্দুস
×