ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবির ৩ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১৮:৩৩, ২৩ মার্চ ২০১৮

ঢাবির ৩ ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

অনলাইন রির্পোটার ॥ র্যাবের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষার্থীরা বিক্ষোভ ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের উপাচার্য ভবন সংলগ্ন এলাকা থেকে তাদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে ওই তিন ছাত্র একটি মাইক্রোবাস আটকান। এরপরই তারা গাড়ির চালককে বের হয়ে আসতে বলেন। চালক না বেরিয়ে এলে তারা গাড়ির লুকিং গ্লাস ভাঙেন। পরে গাড়ি থেকে র্যাবের পোশাক পরা ১০-১২ জন সদস্য বের হয়ে ৩ ছাত্রকে মারধর করেন। মোটরসাইকেলের হেলমেট দিয়ে র্যাব সদস্যরা তাদের আহত করে বলেও অভিযোগ ওঠে। এরপরই কয়েকশ' শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ ও গাড়ি ভাংচুর চালায়। পরে প্রক্টরিয়াল বডি আটক শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার তথ্য জানালে, পরিস্থিতি শান্ত হয়। এই তিন ছাত্র হলেন- সূর্য সেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ও তার বন্ধু হিমেল। তবে শিক্ষার্থীদের তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে র্যাব কর্তৃপক্ষ। পরে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য ও কয়েকজন সহকারী প্রক্টর যান। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ক্যাম্পাসের রাস্তায় গাড়ি আটকে ভাংচুর চালায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানসহ সংগঠনটির কয়েকজন সিনিয়র নেতা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সহকারী প্রক্টর সোহেল রানা তুলে নেওয়া তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে জানালে ছাত্ররা শান্ত হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন কাঁটাবন এলাকায় মোটরসাইকেল আরোহী দুই-তিনজন তরুণ যানজটে পড়েন। সেখানে রাস্তার পাশে র্যাবের একটি মাইক্রোবাস ও একটি স্টিকারহীন প্রাইভেটকার দাঁড়িয়ে ছিল। ওই তরুণরা এসে একটি গাড়ির গ্লাস ভেঙে দেন। তখন র্যাব সদস্যরা এসে গ্লাস ভাঙার কারণ জানতে চাইলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। কেন গ্লাস ভেঙেছেন জানতে চাইলে তারা বলেন, এটা র্যাবের গাড়ি তা তারা জানতেন না। তবে তাদের কাউকেই উঠিয়ে নেওয়া হয়নি বলে র্যাবের এই কর্মকর্তা জানান।
×