ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন শেখ হাসিনা ॥ ভূমিমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৫, ২৩ মার্চ ২০১৮

নারী শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন শেখ হাসিনা ॥ ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বিশ্বনেত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ দেশে বিপ্লব ঘটিয়েছেন। সেনাবাহিনী,পুলিশ বিডিআর থেকে শুরু করে সকল ক্ষেত্রে বর্তমানে নারীরা নেতৃত্ব দিচ্ছে। আজ শুক্রবার সকালে ঈশ্বরদীর আওতাপাড়া নুরজাহান বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি এসব কথা বলেন। তিনি বলেন,দেশে এখন এমন কোন বাড়ি নেই যে বাড়ির কোন শিশুরা স্কুলে যায়না। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধান মন্ত্রীর জন্যই। কারণ তিনি দেশের সকল মানুষের উন্নয়নে বিশ্বাসী। তিনি শিক্ষার্থীদেও পরামর্শ দিয়ে বলেন,সুস্থ্য সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার আহবান জানান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান ভোলার সভাপতিত্বে আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস,উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম ও প্রধান শিক্ষক খালেকুজ্জামান বক্তব্য দেন। মন্ত্রী পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে মন্ত্রী বিদ্যালয়ে পৌঁছলে মন্ত্রী শিক্ষার্থীদেও ফুলের পাঁপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে মন্ত্রীকে ফুলের তৈরী নৌকা উপহার দেওয়া হয়।
×