ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় ইভটিজিং ॥ বখাটেকে পুলিশের হাতে তুলে দিলেন পৌর মেয়র

প্রকাশিত: ২৩:০৯, ২৩ মার্চ ২০১৮

ভোলায় ইভটিজিং ॥ বখাটেকে পুলিশের হাতে তুলে দিলেন পৌর মেয়র

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলায় স্কুলের এক ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় অভিযুক্ত বখাটে দুরন্ত (২৭) নামে এক যুবককে ধরে ডিবি পুলিশের কাছে তুলে দিলেন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। এঘটনায় আজ শুক্রবার ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভোলা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের এক ছাত্রী কোচিং শেষে বাড়ি যাচ্ছিলো। এ সময় দুরন্ত নামে এক যুবক ভোলা কালি বাড়ি এলাকায় ওই ছাত্রীকে প্রেম নিবেদন করে ইভটিজিং করে। এ সময় স্কুল ছাত্রী তা প্রত্যাখান করলে তাকে থাপ্পর মেরে লাঞ্চিত করে। এ ঘটনা জানতে পেরে রাত ৮ টার দিকে দুরন্ত নামে ওই যুবকে ভোলা কালি বাড়ি মোড় সামসুদ্দিন মার্কেটের সামনে থেকে ডিবি পুলিশের কাছে তুলে দেন বলে ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান জানান। পৌর মেয়র তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ার স্থানীয়রা তাকে প্রশংসা জানান। ভোলা মডেল থানার ওসি ছগির আলী জানান, আটকৃত ওই যুবকের নামে আজ শুক্রবার ভোরে তুহিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
×