ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাউফল থানার ওসিকে হুমকি দিয়েছেন সন্ত্রাসী শাহিন

প্রকাশিত: ০০:১২, ২৩ মার্চ ২০১৮

বাউফল থানার ওসিকে হুমকি দিয়েছেন সন্ত্রাসী শাহিন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল থানার ওসি মোঃ মনিরুল ইসলামকে প্রাননাশের হুমকি প্রদানকারী মনিরুজ্জামান শাহিন বিএনপি পন্থী পেশাজীবি সংগঠন ডক্টর এ্যাসিসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল অঞ্চলের কার্যনির্বাহী কমিটির আজীবন সদস্য ডাঃ শিহাব উদ্দিনের আপনের ভাগ্নে। এলাকায় তার পরিবার পরিজন বিএনপি ঘরনা রাজনীতির সাথে জড়িত। শাহিন এলাকায় একজন মামলাবাজ হিসাবে পরিচিত। এ পর্যন্ত থানা ও কোটে ১৫-২০টি মামলা করেছেন। এসব মামলায় এলাকার কয়েকশ’ নিরাপরাধ মানুষকে আসামি করা হয়েছে। শাহিনের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মনিরুজ্জামান শাহিনের বিরুদ্ধে বাউফল থানায় খুনের চেষ্টা, ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে (মামলা নং ১১ তারিখ-৬/৯/১৭ ও মামলা নং ১২ তারিখ ৮/১০/১৭) দুইটি মামলায় আদালতে চার্জশীট দেয়া হয়। এতে শাহিন ওসির উপর ক্ষুদ্ধ হন। ওসি মনিরুল ইসলামকে হয়রানি করতে পুলিশের বিভিন্ন দফতরের মিথ্যা অভিযোগ প্রেরণ করতে থাকেন। গত মঙ্গলবার ১০টা ১১ মিনিটের সময় শাহিন ০১৭৫২১৮৩৬১৬ নম্বরের মোবাইল ফোন থেকে বাউফল থানার ওসির ০১৭১৩৩৩৭৪৩১৯ সরকারী মোবাইল নম্বরে ফোন করে প্রানাশের হুমকিসহ হাইকোটে তার বিরুদ্ধে রিট করার হুমকি দেন। প্রায় দুই মিনিট ধরে শাহিন ওসির সাথে অশোভনীয় ভাষায় কথা বলেন। এ ঘটনায় ওসি বাউফল থানায় শাহিনের বিরুদ্ধে একটি জিডি করেন। এ সংবাদ দৈনিক জনকণ্ঠ, বিবিসি বাংলাসহ বিভিন্ন গন মাধ্যমে প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। সরকারের বিভিন্ন মাধ্যম থেকে হুমকি প্রদানকারী শাহিন সম্পর্কে খোঁজ খবর নেয়া শুরু হয়। ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, শাহিনের হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে নয়, বরং আইনী প্রক্রিয়ার ঘটনাটি মোকাবেলা করার জন্য তিনি থানায় জিডি করেছেন। শাহিনের বাড়ি বাউফলের মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। তার বাবার নাম মোসলেম উদ্দিন। শাহিন চন্দ্রপাড়া বাজারে ওষুধের ব্যবসা করত। এর পাশপপাশি নানা অপকর্মে জড়িপয়ে পরেন। জোর করে জমি দখল গায়ে পরে ঝগরা করা ইত্যাদি তার অভ্যাসে পরিণত হয়। অভিযোগ রয়েছে তার মামা ডাঃ শিহাব অর্থনৈতিক ভাবে শাহিনকে সহায়তা করত। তার মামার অর্থ সেল্টার পেয়েই শাহিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালাতো। একবার এলাকার লোকজন শাহিনের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে গণধোলাই দেন। এরপর বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন। কয়েক মাস আগে এলাকায় এসে আবার দাঙ্গাবাজি শুরু করেন। শাহিন তারা বাবা মোসলেম উদ্দিন ও ছোট ভাই জিয়াউল হক জুয়েলকে আসামি করে মামলা করতেও কুণ্ঠিতবোধ করেননি। (বাউফল থানায় মামলা নং ২৭ তারিখ ২৭/৪/১২ জি আর নং ১৫১/১২) । এ ব্যাপারে মনিরুজ্জামান শাহিন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ঢাকায় আছেন। এলাকাবাসী শাহিনের সন্ত্রাসী কর্মান্ড থেকে মুক্তি পেতে পুলিশের আইজির হস্তক্ষেপ কামনা করেছেন।
×