ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিসংখ্যানের মান উন্নয়নে ১২৩ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

প্রকাশিত: ০২:০৪, ২৩ মার্চ ২০১৮

পরিসংখ্যানের মান উন্নয়নে ১২৩ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পরিসংখ্যানের গুণগত মান উন্নয়ন ও সময়মত পরিসংখ্যান প্রাপ্তি নিশ্চিত করতে দেড় কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)পরিসংখ্যান বাস্তবায়ন অগ্রগতিতে জাতীয় কৌশল সহযোগিতা শীর্ষক প্রকল্পের আওতায় এ অর্থ ব্যয় করবে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২৩ কোটি টাকা (প্রতি ডলার ৮৩ টাকা ধরে)। প্রামাণ্য তথ্য-উপাত্তভিত্তিক কর্মপন্থা প্রণয়নের জন্য সময়োপযোগী ও মানসম্মত পরিসংখ্যান তৈরিতে এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে বিবিএসের সক্ষমতার উন্নতি ঘটবে বলেও আশা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বরাত দিয়ে শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ প্রসঙ্গে বাংলাদেশর বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী এস পারালকার বলেছেন, উন্নয়ন এবং দারিদ্র বিমোচন প্রচেষ্টায় মানসম্মত পরিসংখ্যান বিশেষ প্রয়োজন। সময়োপেযোগী, নির্ভরযোগ্য এবং সর্বসাধারণের কাছে সহজলভ্য পরিসংখ্যান হচ্ছে প্রয়োজনীয়তা উপলব্ধি, পরিকল্পনা গ্রহণ এবং উন্নয়ন প্রক্রিয়া মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। গত এক দশক ধরে বিশ্বব্যাংক বাংলাদেশকে পরিসংখ্যানগত সামর্থ্য বাড়াতে সহযোগিতা করে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ত্রৈমাসিকভাবে দারিদ্র্য ও শ্রম উপাত্ত তৈরির জন্য জরুরী সব পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ পরিসংখ্যান বাস্তবায়ন অগ্রগতিতে জাতীয় কৌশল সহযোগিতা প্রকল্পএবং পরিসংখ্যান আইন অনুমোদন করে। প্রকল্পটি দ্রব্যমূল্য, শ্রমিক, শিল্প-কারখানা, সামাজিক খাত ও কৃষিসহ মূল পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহ ও মানের বৃদ্ধি ঘটাবে। বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণদানকারী অঙ্গসংস্থা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এই ঋণ দিচ্ছে। সুদবিহীন এই ঋণ ৬ বছরের বাড়তি সময়সহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে এবং এজন্য বার্ষিক শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।
×