ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিনাঞ্চন গরুত্বপুর্ণ অর্থনৈতিক জোনে পরিনত হবে : শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০২:২২, ২৩ মার্চ ২০১৮

দক্ষিনাঞ্চন গরুত্বপুর্ণ অর্থনৈতিক জোনে পরিনত হবে : শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে মানসম্মত শিক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়োছে। এর পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে। খেলাধুলা ও শরীর চর্চা মানুষকে নীতিবান ও আদর্শ বাদী মানুষ তৈরির সহায়ক ভুমিকা পালন করেন। শিশুদেরকে পড়ালেখার সময় থেকে এই সকল গুণাবলি থেকে ভাল মানুষ হতে হবে এবং এটাই জরুরী বিষয়। বর্তমান সরকার দক্ষিনাঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য পায়রা বন্দর ও পদ্মা সেতু নির্মান কাজ শুরু করেছে এবং এর কাজ সমাপ্ত হলে দক্ষিনাঞ্চল বাংলাদেশ তথা দক্ষিন পূর্ব এশিয়ায় একটি গরুত্বপুর্ণ অর্থনৈতিক জোনে পরিনত হবে। তিনি শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: হামিদুল হক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল্লাহ পনির উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা স্বাগত বক্তব্য রাখেন।
×