ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০২:২২, ২৩ মার্চ ২০১৮

আড়াইহাজারে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায়। নিহত সুমির পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৬ বছর আগে উপজেলার কাহিন্দী গ্রামের ইদ্রিছ আলীর মেয়ে সুমি আক্তারের সাথে পার্শ্ববর্তী নারান্দী গ্রামের মৃত ওমর আলীর পুত্র শরীফের বিবাহ হয়। বিয়ের পর থেকে বিভিন্ন কারণে সুমি আক্তারকে নির্যাতন করে আসছে স্বামী। এ নিয়ে পারিবারিক ও সামাজিকভাবে বেশ কয়েকবার বিচার শালিশী বৈঠকও বসা হয়। বৃহস্পতিবার দিন থেকে রাত পর্যন্ত সুমি আক্তারকে এলোপাথারি মারধর করে স্বামী শরীফ। শুক্রবার ভোরে সুমি আক্তারের মৃতদেহ ঘরের ভেতরে রেখে স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। শুক্রবার সকালে স্থানীয় লোকজন আড়াইহাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেরল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সুমি আক্তারের পিতা ইদ্রিছ আলী জানান, সুমি আক্তারের স্বামী একজন মাদক সেবী এবং নেশা করে প্রায়ই বিভিন্ন কারণে সুমি আক্তারের উপর নির্যাতন চালাতো। ঘটনাটি ধামাচাপা দিতে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর আসল কারণ জানা যাবে। তবে ঘটনার পর পর গৃহবধূর স্বামীসহ ওই বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় ঘটনাটি সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×