ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

প্রকাশিত: ০৭:০৭, ২৪ মার্চ ২০১৮

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বাছাইপর্বে সুপার সিক্সের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ‘ডু-অর ডাই’ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২০৯ রান করে আইরিশরা। জবাবে ৪৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহাম্মদ নবী-রশীদ খানের আফগানিস্তান। ওপেনার মোহাম্মদ শাহজাদ সর্বোচ্চ ৫৪, গুলবাদিন নায়েব করেন ৪৫ রান। শেষদিকে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৯ রানের মহামূল্যবান ইনিংস উপহার দেন অধিনায়ক আসগর স্টানিকজাই। হারারেতে টস জিতে ব্যাটিং নেয়া আয়ারল্যান্ড শুরুর দিকে উইকেট না হারালেও আফগান বোলারদের বিপক্ষে রান তুলতে হিমশিম খায়। ২৪তম ওভারে ২ উইকেটে তাদের রান ছিল ৭৭। অনেকটা টেস্ট মেজাজে ৮৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন পল স্টারলিং। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ ছয় নম্বরে নামা কেভিন ও’ব্রায়েনের। নাথান ও’ব্রায়েন করেন ৩৬ এবং ওপেনিংয়ে নামা অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড (২০) ছাড়া কেউ বলার মতো রান পাননি। বাছাইপর্বে সুপার সিক্সটা বেশ জমে উঠেছিল। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে সাবেক দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। একইভাবে বৃষ্টি আইনে আরব আমিরাতের কাছে ৩ রানের হারে কপাল পোড়ে স্বাগতিক জিম্বাবুইয়ের! রবিবার বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবে নবম ও দশম দল হিসেবে ২০১৯ বিশ্বকাপ নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
×