ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে আজ শুরু সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০৭:০৭, ২৪ মার্চ ২০১৮

বিকেএসপিতে আজ শুরু সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ শনিবার থেকে সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু হচ্ছে সাভারের জিরানির বিকেএসপিতে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে ৫টি দল। দীর্ঘ দশ বছর পর বাংলাদেশে বসছে এই আসর। তাই সফল আয়োজনে সবাইকে চমকে দেয়ার লক্ষ্য ফেডারেশনের। সেই সঙ্গে এই আসর দিয়ে আরচারদের ইসলামিক সলিডারিটি গেমসের প্রস্তুতিও সেরে ফেলার লক্ষ্য তাদের। ২০০৮ সালে সর্বশেষ ভারতের জামশেদপুরে বসেছিল সাউথ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে কম্পাউন্ড ডিভিশন, পুরুষ একক ও দলীয়, নারী একক ও দলীয় এবং মিশ্র দলীয় ইভেন্টে মোট ৩০টি পদকের জন্য লড়বেন আরচাররা। বাংলাদেশ থেকে অংশ নেবে ২টি দল। এবার বাংলাদেশ ছাড়াও অংশ নিবে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। ভিসা জটিলতায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ভুটান ও পাকিস্তানের। এই চ্যাম্পিয়নশিপ দিয়ে বাংলাদেশ দলের জার্মান কোচ ফ্রেডরিখ মার্টিন শুরু করতে যাচ্ছেন তার প্রথম এ্যাসাইনমেন্ট।
×