ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রস্তাবিত স্কুলের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা

প্রকাশিত: ১৯:৫৩, ২৪ মার্চ ২০১৮

লক্ষ্মীপুরে প্রস্তাবিত স্কুলের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা

নিজস্ব সংবাদদাতাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রস্তাবিত সৈয়দ শিরিন স্কুল এন্ড কলেজের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। আজ শনিববার সকালে সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ২০ মার্চ শান্তি-শৃংখলা ও স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত। তবে আদালতের প্রতি তোয়াক্কা না করে স্থানীয় নুরনবী ও তার লোকজন জোরপূর্বক সীমানা প্রাচীর ও ঘর নির্মানের চেষ্টা করেন। এতে বাধা দেয়া হলে হামলা স্বীকার হন স্কুল কর্তৃপক্ষের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরমনসা মৌজার ২৪৮ নং খতিয়ান ভুক্ত ৩২৩১ দাগ বর্তমান জরিপে ডিপি ২১২৩ খতিয়ান ভুক্ত ৪২০৮ দাগে ৪২ শতাংশ জমি। ওই জমির খরিদ সূত্রে মালিক ওসমান গং। মালিকানাধীন জমিতে সৈয়দ শিরিন নামে স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার কথা রয়েছে। অথচ ওসমান গংদের মালিকানাধীন জমিতে জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করছে প্রভাবশালী নুরনবী গং। এ ঘটনায় ওসমান বাদী হয়ে স্থিতি অবস্থার আবেদন করার পর আদালত তা গ্রহন করে স্থিতি অবস্থার নিদের্শ দেন। সদর থানার পুলিশের এসআই নিবারন চন্দ্র দাস জানায়, সৃষ্ট জায়গা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মানের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
×