ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নড়াইলে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়ার অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ২১:১৯, ২৪ মার্চ ২০১৮

নড়াইলে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়ার অভিযোগে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলের লোহাগড়া থানা সড়কে ওষুধের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দেয়ার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা পুনর্বহালের দাবি জানান। ক্ষতিগ্রস্থ ওষুধ ব্যবসায়ী এস এম জাকির হোসেন ও নাজমা বেগমসহ অন্যরা জানান, প্রায় ২০ বছর যাবত নড়াইলের লোহাগড়া থানা সড়কে তারা ব্যবসা করে আসছেন। এখানে ৬টি ওষুধের দোকান, ইলেকট্রনিক্স দোকান, দন্ত চিকিৎসা কেন্দ্রসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। কিন্তু বিনা নেটিশে অতর্কিত ভাবে শুক্রবার ভোরে ১২টি দোকান ভেঙ্গে দেয়া হয়। লোহাগড়া পৌরসভার লক্ষীপাশার গোলাম মোরশেদ, মনিরুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট আররাফ হোসেন, সালেক মুন্সী, আরিফ শেখসহ প্রায় ২০ জন অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাদের দোকান ভেঙ্গে দেয়। এ সময় দোকান থেকে ওষুধসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা অভিযোগ করেন। ক্ষতিগ্রস্থরা জানান, জেলা পরিষদের জায়গায় এসব দোকান ছিল। অভিযুক্তরা বিনা নোটিশে তাদের দোকানঘর ভেঙ্গে দেয়। এখন দোকানঘর পুনর্বহালের দাবি জানান তারা। এদিকে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি গোলাম মোরশেদসহ অন্যরা দাবি করে বলেন, ওই ব্যবসায়ীদের আমরা ছয় মাস আগে নোটিশ দিয়েছি। এই জায়গাটি কিছু অংশ লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদের এবং কিছু অংশ জেলা পরিষদের রয়েছে। মসজিদ মার্কেট নির্মাণের জন্য তাদের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
×