ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিযানকালে ১৭ নির্দেশ পুলিশকে মেনে চলার পরামর্শ

প্রকাশিত: ০৪:৪০, ২৫ মার্চ ২০১৮

অভিযানকালে ১৭ নির্দেশ পুলিশকে মেনে চলার পরামর্শ

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি মিরপুরে এক অভিযানে সন্ত্রাসীদের গুলিতে পুলিশ কর্মকর্তা নিহতের পর অভিযানকালে ১৭ নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। কমিশনার বলেন, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ড, মাদকদ্রব্য উদ্ধার, সংঘবদ্ধ অপরাধসহ যে কোনও ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে পরিচালিত অপারেশনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, অভিযানকালে অসতর্কতা, অধিক আত্মবিশ্বাস, অধিক সাহসিকতা, আত্মতুষ্টি, আইন বা বিধি অমান্যের সাধারণ প্রবণতার কারণে দুর্ঘটনা ঘটে। এজন্য অপারেশন চালানোর আগে ঘটনাস্থলকে খুব ভালভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে হবে। সুনির্দিষ্ট স্থান চিহ্নিত করে সম্পূর্ণ এলাকা বা স্থানটি সুপরিকল্পিতভাবে চারদিক থেকে ঘেরাও করে অপারেশন পরিচালনা করতে হবে। অপারেশন স্থলের প্রবেশপথ ও বহির্গমন পথ শনাক্ত করতে হবে। এরপর ঘটনাস্থল থেকে বের হওয়ার সব পথ বন্ধ করতে হবে। অপারেশন চলাকালে টিমের সদস্যরা সংঘবদ্ধ থাকবেন। কোনও সদস্য একা কিংবা বিশৃঙ্খলভাবে অবস্থান করতে পারবেন না। মোতায়েন করা পুলিশ সদস্যরা বিচ্ছিন্নভাবে না থেকে নিজেদের দৃষ্টি সীমার মধ্যে থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা অস্ত্র ও গোলাবারুদের সুরক্ষা, নিরাপত্তা এবং ব্যবহার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিশ্চিত করবেন। যে কোন প্রতিকূল পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। কোনভাবেই এলোমেলো বা বিচ্ছিন্ন হওয়া যাবে না। অপারেশনের সময় যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে সংশ্লিষ্ট উর্ধতনদের যথাযথ তথ্য প্রদান করতে হবে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য তৎপর থাকতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি সদস্যকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য অবশ্যই রায়ট ফরমেশনে (লেগ গার্ড, বুট, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট) থাকতে হবে। অপারেশনের জন্য পর্যাপ্ত সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ মজুদ রাখতে হবে। দুর্গম এলাকায় কিংবা রাত্রিকালীন অপারেশন চালানোর পূর্বে স্থানীয় থানা পুলিশকে অবহিত করে সহায়তা গ্রহণ করতে হবে। প্রয়োজনে একাধিক টিম গঠন করে অপারেশন চালাতে হবে এবং পুলিশ সদস্যদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অন্যান্য প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় থানা পুলিশের সহায়তা নিতে হবে। অপারেশনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অহেতুক মোবাইল ফোনে কথা বলা অথবা কোনও ইলেকট্রনিক ডিভাইসে অডিও কিংবা ভিডিও শোনা থেকে বিরত থাকবেন। অপারেশন চালানোর পূর্বে টিম লিডার বা অপারেশন ইনচার্জ অবশ্যই সম্ভাব্য অপারেশন সম্পর্কে ব্রিফিং করবেন। প্রতিটি ক্ষেত্রেই অপারেশনে থাকা পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিনের আগে গত বছরের ১২ আগস্ট রাজধানীর শ্যামপুর এলাকায় একটি অভিযানে গিয়ে রাহুল পাটোয়ারী নামে ডিবি পুলিশের একজন সহকারী কমিশনার গুলিবিদ্ধ হয়েছিলেন।
×