ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহিনকে দেখতে ঢামেকে জেলা প্রশাসক

প্রকাশিত: ০৪:৪১, ২৫ মার্চ ২০১৮

নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহিনকে দেখতে ঢামেকে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নেপালে বিমান দুর্ঘটনায় আহত লৌহজং উপজেলার কলমা গ্রামের শাহিন বেপারীকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। শনিবার দুপুরে জেলা প্রশাসক ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের আইসিইউতে শাহিন বেপারীকে দেখতে যান। এ সময় তিনি তার স্ত্রী রিমা আক্তার ও সংশ্লিষ্ট ডাক্তারদের নিকট তার শরীরের খোঁজ খবর নেন। আহত শাহীন বেপারীর শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। ১৮ মার্চ তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। তার শরীরের অবস্থা আরও খারাপ হলে গত বৃহস্পতিবার তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে বর্তমানে তিনি একটু ভাল হলেও আইসিইউতেই আছেন। জেলা প্রশাসক তার তরফ থেকে আহত শাহিনের স্ত্রী রিমার হাতে ৫০ হাজার টাকা সহায়তা হিসেবে তুলে দেন। এদিকে ওই দুর্ঘটনায় টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল গ্রামের রিপন বেপারী এখন দিল্লীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২০ মার্চ তাকে দিল্লীতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার একটি সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ভাই দিপু বেপারী।
×