ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে দুজনের আত্মহত্যা ॥ বাসচাপায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৩, ২৫ মার্চ ২০১৮

রাজধানীতে দুজনের আত্মহত্যা ॥ বাসচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে এক শিক্ষার্থীসহ দু’জন আত্মহত্যা করেছেন। সবুজবাগে বাস ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কলাবাগান ভূতের গলি এলাকায় একটি বাড়িতে নাজমুল ইসলাম (৩৭) নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তিনি গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত আলাউদ্দিন। তিনি নর্থ-সাউথ রোড ভূতের গলি এলাকার ১৬/২ নম্বরে একটি পাঁচ তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। শনিবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে খবর পেয়ে ১৬/২ নর্থ-সাউথ রোড ভূতের গলির একটি পাঁচ তলা বাড়ির চার তলার একটি ফ্ল্যাট থেকে নাজমুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠান হয়। সকালে নাজমুল বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। এ দিকে শুক্রবার গভীররাতে রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টের পাঁচ নম্বর সড়কের ১০৬ নম্বর বাসার ষষ্ঠতলার একটি ফ্ল্যাট থেকে আশরাফুজ্জামান বিপ্লব (২৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই বাচ্চু মিয়া জানান। স্বজনরা দাবি করছেন, তিনি সে আত্মহত্যা করেছেন। নিহতের বাবার নাম কবির উদ্দিন আহমেদ। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। নিহতের স্বজন রিয়াজুজ্জামান জানান, বিপ্লব একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিষয়ে পড়াশুনা করতেন। ধারণা করা হচ্ছে, এখানে হয়তো অতিরিক্ত পড়াশুনার চাপ ছিল অথবা অন্য কোন ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণে বিপ্লব আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তিনি সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর সবুজবাগে হিমাচল পরিবহনের বাসের চাপায় অজ্ঞাত (৩৫) এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২ টার দিকে কমলাপুর স্কুল এ্যান্ড কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই পথচারী। এ সময় বেপরোয়া গতির হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের পরনে সাদা শার্ট ও চেক লুঙ্গি ছিল। বিকেলে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে হিমাগারে রাখা হয়েছে।
×