ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম লজ্জাজনক ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:২৩, ২৫ মার্চ ২০১৮

স্বৈরতান্ত্রিক দেশের  তালিকায় বাংলাদেশের নাম লজ্জাজনক ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জার্মানভিত্তিক একটি গবেষণায় স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম আসা খুবই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আমরা এতদিন ধরে যে কথাগুলো বলছিলাম আজকে তা বিশ্বে এটি স্বীকৃত হয়েছে। এই গবেষণার মধ্য দিয়ে আমাদের বক্তব্যের প্রতিফলন হয়েছে। ওই তালিকায় নতুন করে পাঁচটি দেশ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় ঢুকেছে। তার মধ্যে বাংলাদেশও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ ওই পাঁচটি দেশ গণতন্ত্রের ন্যূনতম মানদ- পূরণ করছে না। ফখরুল বলেন, একটি জার্মান প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে বিবিসি অনলাইন একটি নিউজ করেছে, যেটা পরে বাংলাদেশের গণমাধ্যমেও এসেছে। এ নিউজ অনুসারে বাংলাদেশে গণতন্ত্র বিদায় নিয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের যৌথসভায় খালেদা জিয়ার মুক্তি দাবি করে তার জামিন স্থগিতের নিন্দা জানানো হয়। সভায় দলের চেয়ারপার্সনসহ সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবিও করা হয়। বিএনপির ৭৮ সাংগঠনিক জেলায় ৩৭ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলাগুলোতে গণসংযোগ চালাবে। এসব টিম ২০ এপ্রিলের মধ্যে সাংগঠনিক জেলায় সভা-সমাবেশ ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করবে। তবে সভা-সমাবেশ জেলাগুলোর রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। যৌথসভা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব) হাফিজ উদ্দীন আহমেদ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও এ্যাডভোকেট আহমদ আজম খান প্রমুখ। স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচী ॥ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ সকাল ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১১ টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া ২৭ মার্চ রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি। আমরা এর বেশি পারি না, এটা কিন্তু নয়- নজরুল ॥ কারাবন্দী খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ীই তার মুক্তির দাবিতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী পালন করছে বলে মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা এর বেশি পারি না, এটা কিন্তু নয়। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়াসহ ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মুক্তির দাবিতে লেবার পার্টি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নজরুল খান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন। তাই প্রধানমন্ত্রীর কথা সঠিক প্রমাণ করতে খালেদা জিয়া দোষ না করলেও সাজা হয়েছে। আর রাজনৈতিক উদ্দেশে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে। তবে তাকে বেশিদিন আটকে রাখা যাবে না।
×